মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পিতার হাতে এক তরুণী ইউটিউব তারকার খুন নিয়ে উত্তাল হয়ে উঠেছে ইরাক। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটিতে এ ধরণের ‘অনার কিলিং’ বেশ সাধারণ ঘটনা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান শুক্রবার টুইটারে বলেছেন, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দিওয়ানিয়ার বাসিন্দা তিবা আল-আলি নামের তরুণীকে তার পিতা গত ৩১ শে জানুয়ারি হত্যা করেন। ২২ বছর বয়সী আল-আলি যদিও তুরস্কে বাস করতেন এবং সেখানেই বড় হয়েছিলেন। তিনি তাদের এই পারিবারিক বিরোধ মেটাতে ইরাক সফর করেছিলেন। কিন্তু তার পিতা ‘পরিবারের সম্মান’ রক্ষার্থে তাকে হত্যার পথ বেছে নেন। আরব নিউজের খবরে জানানো হয়েছে, আলী এবং তার পিতার মধ্যেকার একটি কথোপকথন পাওয়া গেছে। এ থেকে ধারণা করা যায় যে, আল-আলি একা একা তুরস্কে থাকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে তার পিতাক্ষুব্ধ ছিলেন। এমনকি পুলিশও বিষয়টি নিয়ে তাদের মধ্যে মধ্যস্ততার চেষ্টা করেছিল। সাদ মান জানান, হত্যার পর পুলিশের মুখোমুখি হয়ে প্রথমেই দায় স্বীকার করেন আল-আলির পিতা। তবে ঠিক কোন ধরণের বিরোধের প্রেক্ষিতে এই হত্যাকা- ঘটিয়েছেন, তা নিয়ে তিনি কিছু বলেননি। আলি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে বেশ জনপ্রিয়। সেখানে তিনি প্রায়ই তার নিত্যদিনের জীবন নিয়ে ভিডিও প্রচার করে চলেছিলেন। তুরস্কে তিনি তার প্রেমিকের সঙ্গে থাকতেন। ভিডিওতেও প্রায়ই আবির্ভুত হতেন তার প্রেমিক। নাম প্রকাশ না করার শর্তে একটি পুলিশ সূত্র এএফপি-র সাথে কথা বলে নিশ্চিত করেছে যে, ২০১৫ সাল থেকেই তাদের এই পারিবারিক বিরোধ চলছে। এরপর ২০১৭ সালে পরিবারের সঙ্গে তুরস্ক যান তিনি। কিন্তু এরপর সেখান থেকে ফিরে আসতে রাজি হননি আল-আলি। এরপর থেকেই তুরস্কে বাস করে আসছেন তিনি। এদিকে তার খুনের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে ইরাকিরা ক্ষোভ দেখাতে শুরু করে। অনলাইনের সবথেকে আলোচিত টপিক এখন এই হত্যাকা-। আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।