মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধ তিনি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে পারবেন। তা করবেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে। রাইট সাইড সম্প্রচার নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় এই দাবি করেছেন। শুক্রবার মার্কিন সাময়িকী নিউজউইক-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন, জো বাইডেনের বদলে তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে এই যুদ্ধ শুরু হতো না। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই এই যুদ্ধের অবসান সম্ভব এবং যদি মার্কিন প্রেসিডেন্ট হতেন তাহলে তিনি এমনটি করতেন। ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ শুরু হওয়ারই কথা না। কিন্তু তা হচ্ছে। আলোচনায় সমাধান সম্ভব। আমি মনে করি ২৪ ঘণ্টার মধ্যে সমাধান সম্ভব। মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এটি করতে হবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি কক্ষে নিয় আসতে হবে। সেখানে উভয় নেতাকে বলার মতো অনেক কিছু আছে। যা আমি এখন প্রকাশ করছি না। এসব কথা তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দেবে। ইউক্রেনে চলমান যুদ্ধকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। দাবি করেছেন, সংঘাতে যে হতাহতের কথা বলা হচ্ছে প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি। প্রায় এক বছর ধরে একাধিকবার ট্রাম্প দাবি করেছেন, তিনি এখনও প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে আক্রমণ করতো না রাশিয়া। তার দাবি, পুতিনের সঙ্গে তার সমঝোতা ছিল এবং তার প্রতি রুশ প্রেসিডেন্টের যে শ্রদ্ধা ছিল, বাইডেনের প্রতি তা নেই। নিউজ উইক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।