Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত নারী নড়ে উঠলেন বডিব্যাগে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

হাসপাতালে মৃত ঘোষণা। এরপর শুরু হয় শেষ যাত্রার কার্যক্রম। হাসপাতাল থেকে বডি ব্যাগে মরদেহ নিয়েও যায় একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থা। কিন্তু সেখানেই নড়ে উঠেন এক নারী। এমনই এক ভয়ানক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের লোয়া রাজ্যে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বডি ব্যাগের ভেতর নড়ে ওঠা ৬৬ বছর বয়সী ওই নারী লোয়ার আরবানডালের একটি বিশেষায়িত হাসপাতালে ‘ব্রেনের সমস্যা নিয়ে’ ২০২২ সালের ২৮ ডিসেম্বর ভর্তি হন। এরপর গত ৩ জানুয়ারি সকাল ৬টায় হাসপাতালের দায়িত্বরত নার্স দেখতে পান তিনি শ্বাস ফেলছেন না এবং কোনো নড়াচড়া করছেন না। এতে তারা ধারণা করেন বৃদ্ধা নারী মারা গেছেন। এরপর ওই নারীর পরিবার এবং একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থাকে খবর দেওয়া হয়। তারা এসে বডি ব্যাগে ওই নারীকে নিয়ে যান। কিন্তু সকাল ৮টা ২৬ মিনিটে যখন বডি ব্যাগের চেইন খোলা হয় তখন অন্ত্যেষ্টিক্রিয়া কেন্দ্রের একজন কর্মী দেখতে পান ওই নারীর বুক নড়ছে এবং তিনি বাতাসের জন্য হাঁসফাঁস করছেন। এরপর দ্রুত তারা জরুরি পরিষেবা ও হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেয়। ওই নারীকে পরে জরুরি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি শ্বাস ফেলছিলেন কিন্তু জ্ঞান ছিল না। তার অবস্থার অবনতি হলে আবারও হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই নারীকে শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। পরের দিন পরিবারের পাশেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ