মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘চীনকে কলঙ্কিত করতে’ বেলুনের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চীন। শনিবার দেশটি বলছে, বেইজিং যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশে গুপ্তচরবৃত্তির বেলুন উড়িয়েছে- ওয়াশিংটনের এমন অভিযোগের সুযোগ নিয়েছে মার্কিন মিডিয়া ও রাজনীতিবিদরা। এদিকে বেলুন উড়ানোর বিষয় শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিংয়ে একটি পরিকল্পিত বিরল সফর বাতিল করতে প্ররোচিত করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর লক্ষে গ্রহণ করা এ সফর বাতিল করার সিদ্ধান্তের স্বল্প সময় আগে চীন দুঃখ প্রকাশ করে একটি ব্যতিক্রমী বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা বেসামরিক হালকা একটি আকাশযানকে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঠেলে দেয়ার জন্য বাতাসকে দায়ী করেছে। শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লিঙ্কেনের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে আরেকটি বিবৃতি দিয়েছে। এএফপি এ খবর জানিয়েছে। এদিকে, মার্কিন আকাশে গোয়েন্দা বেলুন ওড়ানোর ঘটনার পর শান্ত মাথায় পরিস্থিতি সামলানোর আহ্বান জানিয়েছে চীন। এই ঘটনার জেরে চীন সফর স্থগিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি বলেছেন, দায়িত্বজ্ঞানহীন কা- ঘটিয়ে মার্কিন আকাশসীমা লংঘন করেছে চীন। এছাড়া লাতিন আমেরিকার আকাশেও চীনের গোয়েন্দা বেলুন দেখার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এই ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছে চীন। সবশেষ বেলুনটিকে মিসৌরির আকাশে দেখা গেছে। মনে করা হচ্ছে বেলুনটি সপ্তাহান্তে ক্যারোলিনার সমুদ্র সৈকতে পৌঁছাতে পারে। ধ্বংসাবশেষ পড়ার শঙ্কা এড়াতে বেলুনটি ভূপাতিত না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই দাবি করছে যুক্তরাষ্ট্র। শনিবার দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সার্বভৌম কোনো দেশের আকাশসীমা লংঘন করা ইচ্ছে তাদের নেই। চীন বলেছে, অনাকাক্সিক্ষত এই পরিস্থিতি শান্ত ও আস্থার মাধ্যমে মোকাবেলা করতে হবে। এএফপি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।