মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অস্ত্রোপচারের নাম শুনলে ভয় লাগে না, এমন মানুষ কমই আছে। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় অনেক প্রাপ্তবয়স্ক মানুষেরও, সেখানে শিশুরা যে ভয় পাবে, কান্নাকাটি করবে তা তো বলাই বাহুল্য। ছোট্ট মানুষদের সেই ভয় কাটাতে অভিনব উদ্যোগ নিয়েছে তুরস্কের একটি হাসপাতাল। শিশুদের অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়ার জন্য বৈদ্যুতিক ছোট গাড়ির ব্যবস্থা করেছে তারা, যা নিজেরাই চালাতে পারবে খুদে রোগীরা।
ব্যাটারিচালিত এসব গাড়ি এমনিতে যে কোনো শপিং মলে গেলেই দেখা যায়। বাইক কিংবা চার চাকার ছোট্ট গাড়িতে চেপে দারুণ মজা পায় শিশুরা। সেই একই রকম গাড়িতে করে শিশু রোগীদের অস্ত্রোপাচার কক্ষে নিয়ে যান তুরস্কের কেসেরি প্রদেশের একটি ক্যান্সার হাসপাতালের কর্মীরা। দেশটির বেশ কিছু পরোপকারী মানুষ এবং অ্যাসোসিয়েশন এগেন্ট ক্যান্সার-এর উদ্যোগে এ হাসপাতালটিতে ক্যান্সার-আক্রান্ত শিশুদের চিকিৎসা এবং অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যবস্থা করা হয়।
হাসপাতালে চিকিৎসার জন্য আসা শিশুরা ব্যাটারিচালিত গাড়িগুলো নিজেরাই চালিয়ে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যায়। করিডোরে তাদের গাড়ি চালিয়ে ঘোরার একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাসপাতালের কর্মীরাও শিশুদের সেই গাড়ি চালাতে সাহায্য করছেন।
টুইটারে পোস্ট করা সেই ভিডিওটি দেখে হাসপাতালের এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ইন্টারনেট ব্যাবহারকারীরা। পেডিয়াট্রিক অঙ্কোলজি বিভাগের প্রধান চিকিৎসক মুসা কারাকুর্ককু জানিয়েছেন, যখন এ ব্যবস্থা ছিল না, তখন হাসপাতালে যেসব শিশুরা চিকিৎসার জন্য আসত, তাদের অনেকেই কান্নাকাটি করত। কেউ বা অস্ত্রোপচার কক্ষে যাওয়ার আগে রীতিমতো হাত-পা ছুড়তে শুরু করত। ফুলের মতো নিষ্পাপ শিশুদের জোর করে স্ট্রেচারে তুলে চিকিৎসার ঘরে নিয়ে যাওয়ার দৃশ্য ভাল লাগত না হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। তারপরেই এমন উদ্যোগ নেওয়া হয়।
‘আমরা চাই হাসপাতালে চিকিৎসা করাতে আসা শিশুদের কাছে এটা যেন খেলার মাঠ হয়ে ওঠে। যেসব শিশুরা মনোবিদের সাহায্য নিচ্ছে, আমরা চেষ্টা করছি তাদের কষ্ট যতটা সম্ভব কমানো যায়,’ জানিয়েছেন চিকিৎসক মুসা। স্ত্রূ : দ্য ওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।