Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিবিসির তথ্যচিত্র : নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিলো না সুপ্রিম কোর্ট

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বিবিসির তথ্যচিত্রর ওপর ভারতের কেন্দ্রীয় সরকারের জারি করা নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিন সপ্তাহ সময় দিয়েছে। তিন সপ্তাহের মধ্যে ভারত সরকারকে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিজ্ঞপ্তির কপি এবং সেটি জারি করার ব্যাখ্যা আদালতে পেশ করতে হবে। এ মামলা সর্বোচ্চ আদালত ফের শুনবে এপ্রিলে। ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’, বিবিসির এ তথ্যচিত্র ভারতে দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন সাংবাদিক এন রাম, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। তারা নির্দেশ প্রত্যাহারে কেন্দ্রকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছিলেন। আদালত স্থগিতাদেশ দেয়নি। ফলে নিষেধাজ্ঞা বহাল থাকল। ২০০২ সালে গুজরাতে দাঙ্গা, হিংসা এবং সে রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র ঘিরে বিতর্ক আগেই চরম আকার নিয়েছে। এই আবহে ব্রিটিশ ওই সংবাদমাধ্যমকে ‘নিষিদ্ধ’ করার দাবি জানিয়েও মামলা হয়েছে। বিবিসি-র তৈরি বিতর্কিত ওই তথ্যচিত্র ভারতে পাকাপাকিভাবে নিষিদ্ধ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছে ‘হিন্দু সেনা’ নামে একটি সংগঠন। ওই সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্ত এবং বীরেন্দ্রকুমার সিংহের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির প্রধান বিষ্ণু গুপ্তের বক্তব্য, বিবিসি এই দেশের ঐক্য এবং অখ-তার জন্য বিপজ্জনক। বিবিসিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কিছু দিন আগেই কেন্দ্রের তরফে বিবিসি-র তথ্যচিত্রের লিঙ্ক সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। পাশাপাশি, আইটি রুলস ২০২১-এর জরুরি ক্ষমতা প্রয়োগ করে ৫০টির মতো টুইট তুলে নেওয়ার জন্যও কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়। সূত্র : দ্য ওয়াল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ