মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিংড়ি, সালাদ, শর্মা, স্যান্ডউইচ, চিলি চিজ ফ্রাইজ, আইসক্রিমসহ বিভিন্ন রকমের খাবার অর্ডার করেছিল ছোট্ট ম্যাসন স্টোনহাউস। একে একে প্রায় এক হাজার ডলার মূল্যের (বাংলাদেশি মুদ্রায় এক লাখ টাকার বেশি) খাবার অর্ডার করে বসে সে। এর মধ্যে পিৎজাই ছিল ৪০০ ডলার মূল্যের (প্রায় ৪৩ হাজার টাকা)। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। ছয় বছরের শিশু ম্যাসন স্টোনহাউস রাতে ঘুমানোর আগে তার বাবার মুঠোফোন নিয়ে খেলছিল। হঠাৎই যুক্তরাষ্ট্রের অনলাইন খাবারের প্রতিষ্ঠান গ্রাবহাবের অ্যাপসে ঢুকে পড়ে সে। এরপর অনলাইনে একের পর এক খাবার বাছাই করে অর্ডার দিতে থাকে। গত বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, গত শনিবার রাত নয়টার দিকে ডিট্রয়েটের কাছে চেস্টারফিল্ড টাউনশিপে ম্যাসনদের বাড়িতে খাবার আসতে শুরু করে। এত বেশি খাবারের অর্ডার করা হয়েছিল যে ম্যাসনের বাবা কিথের ব্যাংক থেকে তাঁর মুঠোফোনে একটি সতর্কবার্তা (ফ্রড অ্যালার্ট) পাঠানো হয়। পিৎজার অর্ডার তিনিই দিয়েছেন, তা নিশ্চিত করতে এ বার্তা দেওয়া হয়। ম্যাসন স্টোনহাউসের বাড়ির ক্যামেরা ফুটেজে দেখা গেছে, সেদিন তার বাড়ির দরজায় একের পর এক খাবারের ডেলিভারি আসছে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।