Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাড়ির তলায় আটকে বাইক টেনেহিঁচড়ে তিন কিমি নিয়ে গেল চালক!

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রাস্তার ধারে বাইক রেখে তার পাশেই দাঁড়িয়েছিলেন। সেইসময় হঠাৎই দ্রুত গতিতে একটি চারচাকা গাড়ি ছুটে এসে ওই বাইকে সজোরে ধাক্কা মারে। এরপরই গাড়ির তলায় আটকে যায় বাইকটি। সেই অবস্থাতেই ওই গাড়ির চালক বাইকটিকে হিঁচড়ে হিঁচড়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যান। তবে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির অদূরে গুরুগ্রামে। এ ঘটনা ফের দিল্লির বর্ষবরণের রাতের স্মৃতি উস্কে দিয়েছে। এ ভয়াবহ ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, চাকার নীচে আগুনের ফুলকি ছুটিয়ে দ্রুত গতিতে ছুটছে একটি গাড়ি। গাড়ির নীচে যে একটি আস্ত বাইক আটকে, সেদিকে কোনও ভ্রুক্ষেপই ছিল না চালকের। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি দেখে চিৎকার করে তাঁকে থামানোর চেষ্টা করেও লাভ হয়নি। ওই অবস্থায় প্রায় তিন কিলোমিটার রাস্তা গাড়ি ছোটান সেই চালক। যদিও তারপর বাইকটি গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যেতেই পালিয়ে যান ওই চালক। ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তির তল্লাশিতে নামে গুরুগ্রাম পুলিশ। কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় তাকে। ধৃতের নাম সুশান্ত মেহতা। তিনি হরিয়ানার বাসিন্দা। অভিযুক্ত চালকের বিরুদ্ধে ভারতীয় দ-বিধির ২৭৯ (বেপরোয়া গাড়ি চালানো), ৩৩৬ (অন্যের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা) এবং ৪২৭ (কারও সম্পত্তির ক্ষতি করা) ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, বাইক নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তির নাম মনু। তিনি পেশায় একজন বাউন্সার। কাজ থেকে ফেরার পথে তিনি ওই জায়গায় বাইক পার্ক করে পাশে দাঁড়িয়েছিলেন। তখনই তিনি দেখতে পান, একটি গাড়ি দুরন্ত গতিতে ছুটে আসছে তার দিকে। মুহূর্তের মধ্যে গাড়িটি এসে সজোরে বাইকটিতে ধাক্কা মারে। ছিটকে পড়ায় প্রাণে বাঁচেন মনু। সূত্র : দ্য ওয়াল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ