Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিভি অনুষ্ঠানে সার্টিফিকেট ছিড়ে বিপাকে আফগান বিশ্ববিদ্যালয় শিক্ষক

ইনকিলাব ডেস্ক ; | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী। কট্টরপন্থী গোষ্ঠীটির সেই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের শিক্ষা সনদ ছিড়েছিলেন আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় শিক্ষক ইসমাইল মাশাল। সাংবাদিকতার এই শিক্ষকের এমন প্রতিবাদ ভালোভাবে নেয়নি বর্তমান আফগান প্রশাসন। ইসমাইলকে মারধরের পর আটক করা হয়েছে বলেই খবর দিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। মাশালের সহকারী ফরিদ আহমেদ ফজলি বলেছেন, ‘মাশালকে নির্দয়ভাবে পেটানো হয়েছে এবং তাকে খুব অসম্মানজনকভাবে নিয়ে যাওয়া হয়েছে।’ ক তালেবান কর্মকর্তাও মাশালের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সিস্টেমের আঘাত দেওয়া অনেক উস্কানিমূলক কাজ করেছেন মাশাল। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা সংস্থা তুলে নিয়েছে। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ