Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ বছর পর সলোমন দ্বীপপুঞ্জে দূতাবাস চালু করল যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সলোমন দ্বীপপুঞ্জে আবারও দূতাবাস চালু করলো মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার অংশ হিসেবে ৩০ বছর পর আবারও দূতাবাস চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, কূটনৈতিক ঘাঁটি পুনঃস্থাপন ‘সলোমন দ্বীপপুঞ্জের জনগণ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের অংশীদারিত্বের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।’ সলোমন চীনের সঙ্গে গোপন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করার সময় ওয়াশিংটন ২০২২ সালের গোড়ার দিকে এটি পুনরায় চালু করার অভিপ্রায়ের ইঙ্গিত দিয়েছিল। হোনিয়ারাতে অন্তবর্তীকালীন প্রতিনিধি মার্কিন কূটনীতিক রাসেল কর্নিউ উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, দূতাবাস তার সরকার এবং সলোমনদের মধ্যে ‘একটি মূল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে’। ব্লিনকেনের বিবৃতিতে আরও বলা হয়, আবারও দূতাবাস খোলার বিষয়টি ‘পুরো অঞ্চল জুড়ে আরও কূটনৈতিক কর্মী মোতায়েন এবং আমাদের প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে জড়িত থাকতে আমাদের প্রচেষ্টার ভিত্তি তৈরি হয়েছে।’ স্থানীয় শিল্পী ন্যাটি সালা একে উন্নত কূটনৈতিক সম্পর্কের জন্য ‘সঠিক পথে একটি পদক্ষেপ’ হিসাবে বর্ণনা করেছেন। সালা আশা প্রকাশ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ যুদ্ধের সময় সলোমনের উপকূলে ছড়িয়ে থাকা অবিস্ফোরিত জাপানি ও আমেরিকান অস্ত্রশস্ত্র অপসারণের প্রচেষ্টা জোরদার করবে যুক্তরাষ্ট্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ