Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০০ টাকা ঘুষে বিচার তিন দশক পরে!

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সালটা ১৯৯১। এক ট্রেন চালকের অবসরের পর পেনশনের আবেদন করেছিলেন তখন। সেইসময় পেনশন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই ট্রেন চালকের থেকে ১০০ টাকা ঘুষ নিয়েছিলেন এক রেলকর্মী। তারপর নদী দিয়ে বয়ে গেছে অনেক পানি। তদন্তে রেলকর্মীর ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণ হয়। সেই অভিযোগে দোষী সাব্যস্ত ৮২ বছরের অবসরপ্রাপ্ত রেলকর্মীকে ২০২৩-এ জেলে পাঠাল আদালত! শুধু তাই নয়, ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, সেই সময় উত্তর রেলের লোকো পাইলট রাম কুমার তিওয়ারি অভিযোগ করেন, পেনশনের জন্য মেডিক্যাল টেস্টের প্রয়োজন ছিল। সেইসময় এই কাজ করার জন্য রাম নারায়ণ নামে এক রেলকর্মী তার থেকে ১৫০ টাকা ঘুষ চান। পরে তাঁকে ১০০ টাকা দিতে হয় বলেও অভিযোগ করেন রাম কুমার। ১৯৯১ সালে ঘুষ নেওয়ার সময় সিবিআই হাতেনাতে ধরে রাম নারায়ণকে। এই ঘুষের অভিযোগে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় অভিযুক্ত রাম নারায়ণের বয়স ছিল ৫০। দীর্ঘদিন এই মামলা চলছে। দু’দিন এই অপরাধে জেলও খাটেন রাম নারায়ণ। সিবিআইয়ের বিশেষ আদালতে এই মামলার রায় দেওয়ার সময় বিচারক বলেন, দু’দিনের জেল এই অপরাধের ক্ষেত্রে কোনও সাজাই হতে পারে না। দ্য ওয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ