Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনাকে বিদায় করে সিলেটের পরেই সাকিবের বরিশাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৭ পিএম | আপডেট : ৬:৩০ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশালের বিপক্ষে হারের মধ্য দিয়ে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হল খুলনার। শুক্রবার মিরপরে ঢাকায় তৃতীয় পর্বের বিপিএলের প্রথম দিনে খুলনাকে ৩৭ রানে হারা সাকিবের দল।

এ জয়ের ফলে ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থান আরও মজবুত করল  ফরচুন বরিশাল। অন্যদিকে সমান খেলায় মাত্র দুই জয় পেয়েছে খুলনা। ৮ ম্যাচে হেরে দুই ম্যাচ হাতে রেখেই বিপিএল থেকে বিদায় নিশ্চিত দলটির। অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স।

মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৪ রান তোলে। বরিশালের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫১ রান করেন ইফতিখার আহমেদ। এছাড়া ফজলে মাহমুদ ৩৯, সাকিব ৩৬, ইব্রাহিদ জর্দান ২৩ বিজয় ১২ ও করিম ১৬ রান করেন।

জবাবে খুলনা ৮ উইকেটে ১৫৭ রান তোলে। দলের পক্ষে ইয়াসির আলী সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ৩৮ বলে। এছাড়া শাই হোপ ৩৭ ও নাহিদুল ইসলাম করেন ২৪ রান। আর কেউ সুবিধা করতে পারেনি। বল হাতে বরিশালের হয়ে করিম জানাত ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ