Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪২ পিএম | আপডেট : ২:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

কাতার বিশ্বকাপেই শেষ বিশ্বকাপ! বিশ্বকাপ শুরুর আগে মেসি নিজেই জানিয়েছিলেন এমনটা। কিন্তু বিশ্বকাপ জয়ের পর ফুটবলকে দারুণভাবে উপভোগ করছেন আর্জেন্টাইন কিংবদন্তি। সঙ্গে আগ্রহ পাচ্ছেন পরের বিশ্বকাপে খেলারও।

বৃহস্পতিবার আর্জেন্টাইন এক গণমাধ্যমে সাক্ষাৎকারে অনেক বিষয়ে কথা বলেছেন মেসি। পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনার বিষয়ে মহাতারকা বলেছেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপ কঠিন হবে, তবে আমি উপভোগ করছি।’

‘আমি ফুটবল খেলতে ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত অনুভব করব- আমি ভালো অবস্থায় আছি এবং খেলাটা উপভোগ করছি, ততদিন খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ এখনও দীর্ঘ সময়ের গন্তব্য। সেসময় আমার ক্যারিয়ার কোন অবস্থায় থাকে তার উপর নির্ভর করবে।’

বিশ্বকাপ শিরোপা জয়ের মুহূর্তটি স্মরণ করে আলবিসেলেস্তে কিংবদন্তি বলেছেন, ‘শিরোপা হাতে নেয়ার মুহূর্তটি আজও উত্তেজনাকর। এমনকি এখনও যখন এটি দেখি, সেই মুহূর্তের চেয়ে বেশি উপভোগ করি। এখন পরিস্থিতি শান্ত হয়েছে, তাই এটি আমার জন্য আরও উত্তেজনাপূর্ণ। এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময়ের অনেক ভিডিও দেখি।’

মেসিকে পরের বিশ্বকাপে দেখতে চান বিশ্বজয়ী কোচ স্কালোনিও। স্প্যানিশ এক রেডিওতে তিনি বলেছেন, ‘আমি মনে করি মেসি পরের বিশ্বকাপে জায়গা করে নিতে পারে। সে কী চায় এবং সময়ের সাথে কী ঘটবে, তার উপর অনেককিছু নির্ভর করবে। তার জন্য দরজা সবসময় খোলা থাকবে। মাঠে মেসি থাকলে আমাদের জন্য ভালো হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ