Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদানি নিয়ে উত্তাল ভারতের সংসদ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

শেয়ারবাজারে আদানি গ্রুপের ধস নিয়ে আলোচনার দাবি ঘিরে উত্তাল ভারতের রাজ্যসভা। বিরোধী সংসদ সদস্যরা দাবি করেন, এলআইসি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিনিয়োগ থাকায় কোটি কোটি ভারতীয় সঞ্চয় বিপদের মুখে দাঁড়িয়েছে। তবে বিরোধীদের সব নোটিশ খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তারপর হট্টগোল শুরু করেন বিরোধী সংসদ সদস্যরা। শেষ পর্যন্ত দুপুর ২টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করা হয়। বাজেট অধিবেশনের তৃতীয় দিনের শুরুতেই উত্তাল হয়ে ওঠে ভারতের রাজ্যসভা। শেয়ারবাজারে আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার ধস নিয়ে আলোচনার দাবিতে ২৬৭ নম্বর ধারায় নোটিশ দেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, আম আদমি পার্টি (আপ)-সহ ৯ জন বিরোধী সংসদ সদস্য। শেয়ারবাজারে আদানি গ্রুপের ধস এবংক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে আলোচনার দাবি করেন তারা। বিরোধীরা আরো দাবি করেন, জীবন বীমা নিগমের (এলআইসি) লগ্নির মূল্য কমে যাওয়ায় কোটি কোটি মানুষের মাথার ঘাম পায়ে ফেলে সঞ্চয় করা অর্থ বিপদের মুখে দাঁড়িয়েছে। সেই সঙ্গে পুরো বিষয়টি (আদানি গ্রুপের বিষয়টি) তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানান কংগ্রেস, শিবসেনা, আপ-সহ বিরোধী সংসদ সদস্যরা। গত ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিনডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং কারচুপির অভিযোগ তোলে। সেই অভিযোগ অস্বীকার করে আদানি গ্রুপ। পাল্টা ওই মার্কিন সংস্থার বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ তোলে তারা। এদিকে আদানি গ্রুপের শেয়ারবাজারে ধস নেমেছে। আবার বুধবার রাতে আদানি এন্টারপ্রাইজের এফপিও তুলে নেওয়া হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ