Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনিদের বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদ-ের হুমকি ইসরাইলের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

ইসরাইলের বিরুদ্ধে হামলায় জড়িত ফিলিস্তিনিদের বৈদ্যুতিক চেয়ারে বেঁধে মৃত্যুদ-ের হুমকি দেওয়া হয়েছে। সোমবার দেশটির নিজস্ব সংবাদমাধ্যম জানায়, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এ হুমকি দেন। মৃত্যুদ- কার্যকরে বেন-গভির দেশের সংসদ ‘নেসেট’কে ক্রমাগত চাপ দিচ্ছে বলেও জানা যায়। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সামরিক অভিযানে নয়জন ফিলিস্তিনি নিহত হয়। ঘটনার একদিন পরই পূর্ব জেরুজালেমের একটি উপাসনালয়ের কাছে বন্দুক হামলায় নিহত হয় সাত ইসরাইলি। এ ঘটনার জেরেই এ মৃত্যুদ-ের হুমকি দেন দেশটির নিরাপত্তামন্ত্রী। চ্যানেল থারটিন জানায়, কট্টরপন্থি ইহুদি শক্তি পার্টির এক বৈঠকে বেন-গভির বলেন, বেসামরিক মানুষের হত্যাকারী, দেশের ক্ষতি সাধনকারীদের মৃত্যুদ- দেওয়া উচিত বৈদ্যুতিক চেয়ারের মাধ্যমে। তিনি আরও জানান, দেশের জন্য হুমকি বয়ে আনে এমন অস্ত্রধারীদের সহজে গ্রেফতার করার লক্ষ্যে ফিলিস্তিনি বসতির আশপাশের এলাকায় কারফিউ আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি ভূখ-ে হামলার কারণে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটিতে। চ্যানেল থারটিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ