মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ডিসেম্বরে নতুন একটি আইনে স্বাক্ষর করেছেন। ওই আইনে বিপরীত লিঙ্গের বিয়েকেই একমাত্র ‘স্বাভাবিক’ বলা হয়েছে। সমলিঙ্গের প্রেম, বিয়েসহ সব কিছুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি দেশটিতে সমলিঙ্গের প্রেম বা বিয়েকে সমর্থন করে এমন বই, সিনেমা, শিল্পকর্মের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। সরকার জানিয়েছে, কোনো বই যদি সমলিঙ্গের বিয়ে বা প্রেমকে সমর্থন করে, তবে সেই বই বাজার থেকে সরিয়ে ফেলতে হবে। বই বিক্রি বন্ধ করে দিতে হবে। এ ধরনের সিনেমাও রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি সমলিঙ্গের বিয়ে বা প্রেমকে সমর্থন করে কিছু লেখেন, তাহলে তাকে বিপুল পরিমাণ জরিমানা দিতে হবে। সমলিঙ্গ প্রসঙ্গে কোনো আলোচনাই করা যাবে না। রাশিয়ার সংবাদমাধ্যম দাবি করেছে, এই জরিমানার পরিমাণ পাঁচ মিলিয়ন রাশিয়ান রুবল পর্যন্ত হতে পারে। টেলিভিশন এবং সংবাদমাধ্যমের জন্যও একটি আইন তৈরি করা হচ্ছে বলে দেশটির একাধিক সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছে। এই নতুন আইন নিয়ে দেশটির ভেতরে এবং বাইরে নিন্দা শুরু হয়েছে। অনেকেই এর প্রতিবাদ করেছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে সরকার এই আইন প্রবর্তন করেছে, তাতে এর প্রতিবাদ করে কোনো লাভ হবে না। ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।