Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ক্লোনিং সুপারকাউ একশ’ টন দুধ দেবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

প্রচুর পরিমাণে দুধ দেয় এমন উন্নত জাতের গরুর তিনটি বাচ্চা ক্লোনিংয়ের মাধ্যমে জন্ম দিয়েছেন চীনের বিজ্ঞানিরা; বিদেশ থেকে আমদানি করা জাতের ওপর নির্ভরতা কমাতে এ অর্জনকে চীনের ডেইরি শিল্পের জন্য অভাবনীয় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। উন্নত প্রজাতির এই গাভী বছরে ১৮ টন দুধ অথবা গোটা জীবনে ১০০ টন দুধ দিতে পারে। চীনের নিংজিয়া অঞ্চলে গত বর্ষবরণ উৎসবের আগে বাছুরগুলোর জন্ম হয়েছে। নর্থওয়েস্ট ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল অ্যান্ড ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানিরাও ক্লোনিংয়ের এ প্রকল্পে যুক্ত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, যে তিনটি বাচ্চার জন্ম হয়েছে, সেগুলো নেদারল্যান্ডসের হলেস্টেইন ফ্রিজিয়ান জাত থেকে ক্লোন করা হয়েছে। প্রচুর পরিমাণ দুধ উৎপাদনের জন্য এ জাত প্রসিদ্ধ। উন্নত প্রজাতির এ গাভী বাচ্চা জন্ম দেওয়ার পর বছরে ১৮ টন দুধ অথবা জীবদ্দশায় ১০০ টন দুধ দিতে পারে, যা যুক্তরাষ্ট্রে ২০২১ সালে গড়ে একটি গাভীর দুধ উৎপাদনের চেয়ে ১ দশমিক ৭ গুণ বেশি। নিংজিয়ার উলিন শহরের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেকনোলজি ডেইলিকে জানান, ক্লোন করা বাছুরগুলোর মধ্যে প্রথমটির জন্ম হয় গত ৩০ ডিসেম্বর। স্বাভাবিক বাছুরের তুলনায় আকারে বড় (৫৬.৭ কেজি) হওয়ায় সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই বাছুরটির জন্ম দেওয়া হয়। টেকনোলজি ডেইলি জানিয়েছে, নির্দিষ্ট গরুর কানের কোষ থেকে ১২০টি ক্লোন ভ্রুণ তৈরি করেন বিজ্ঞানীরা। এরপর সেগুলো প্রতিস্থাপন করেন অন্য গরুর জরায়ুতে। কৃত্রিম এ প্রজনন প্রক্রিয়ায় উৎপন্ন গরুর বাছুরগুলোকে ‘সুপার কাউ’ হিসেবে বর্ণনা করেছেন প্রকল্পের প্রধান বিজ্ঞানী জিন ইয়াপিং। একে ‘বিশাল অর্জন’ মনে করেন তিনি, যাতে অর্থনৈতিকভাবে সবথেকে ভালো গরু সরক্ষণ করার সুযোগ পাবে চীন। জিন ইয়াপিং বলেন, চীনে প্রতি ১০ হাজার গরুর মধ্যে মাত্র পাঁচটি গরু গোটা জীবনে ১০০ টন দুধ উৎপাদন করতে পারে, যেগুলো প্রজননের জন্য মূল্যবান সম্পদ। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ