Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের প্রতি কড়া হুঁশিয়ারি রাশিয়ার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

ইউক্রেনে অস্ত্র পাঠানো প্রসঙ্গে ইসরাইলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইউক্রেনে অস্ত্র পাঠানোর ইঙ্গিত দেয়ার পর রাশিয়ার তরফ থেকে এই কড়া বার্তা দেয়া হলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন, তাদের অস্ত্র আসলে যুদ্ধের বিস্তার ঘটানো ছাড়া আর কিছুই করবে না। আর এসব অস্ত্র হবে রাশিয়ার জন্য বৈধ টার্গেট। এ খবর দিয়েছে আরটি। খবরে জানানো হয়, গত মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো ইউক্রেনকে অস্ত্র দেয়ার ইঙ্গিত দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পশ্চিমা সকল দেশই ইউক্রেনে অব্যাহতভাবে অস্ত্র পাঠিয়ে চলেছে। তবে এর ব্যতিক্রম ছিল ইসরাইল। তারা রুশ অভিযানের সমালোচনা করলেও ইউক্রেনকে সহায়তা করতে ছিল নারাজ। কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে বলেই জানান নেতানিয়াহু। তিনি বলেন, ইউক্রনকে ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দেয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ