Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রী দেখে জ্ঞান হারালো ছাত্র

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৭ এএম

দক্ষিণ এশিয়ার দেশ ভারতের বিহারে বুধবার ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ক্লাসের ভেতরই জ্ঞান হারিয়ে ফেলে শঙ্কর নামের এক ছাত্র। ওই ছাত্রের পরিবার দাবি করেছে, ক্লাস ভরা ছাত্রী দেখে নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে যায় সে। ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের শরীফ এলাকায় অবস্থিত আল্লামা ইকবাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর ইন্টারমিডিয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে ব্রিলিয়ান্ট নামক একটি স্কুলে যায়। সেখানে গিয়ে শঙ্কর দেখতে পায়, যেই ক্লাসে তার ভর্তি পরীক্ষার আসন পড়েছে সেই ক্লাসটিতে সেই একমাত্র ছাত্র। ক্লাসের বাকি ৫০ জনের সবাই ছাত্রী। এটি দেখে সে নার্ভাস হয়ে যায়। এরপর ক্লাসেই সে অজ্ঞান হয়ে যায় বলে জানিয়েছেন তার খালা। শঙ্করের খালার দেওয়া তথ্য অনুযায়ী, জ্ঞান হারানোর আগে তার শরীরে জ্বর ওঠে যায়। এরপর অজ্ঞান হয়ে গেলে তাকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্তাসংস্থা এএনআইকে শঙ্করের খালা বলেছেন, ‘সে ভর্তি পরীক্ষা কেন্দ্রে যায় এবং দেখতে পায় ক্লাস ছাত্রীতে ভরা। এটি দেখে সে নার্ভাস হয়ে যায় এবং তার শরীরে জ্বর ওঠে। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে।’ অজ্ঞান হওয়ার পর শঙ্করকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ