গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, শিক্ষামন্ত্রী কোমলমতি শিশুদের ধর্মহীন জাতিতে পরিণত করার খেলায় মেতে উঠেছে। এমন একজন শিক্ষামন্ত্রী এদেশের শিক্ষামন্ত্রী হিসেবে থাকতে পারে না। ইসলামবিরোধী সিলেবাসে আমাদের প্রজন্মকে নাস্তিক বানাতে দেয়া যায় না। তিনি বলেন, ইসলামবিরোধী বিতর্কিত শিক্ষা সিলেবাস অবিলম্বে বাতিল করতে হবে। বিরানব্বই ভাগ মুসলমানের চিন্তা চেতনা অনুযায়ি শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে হবে। তিনি বলেন, যে বই আমাদের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হয়েছে, এই বই পড়ার যোগ্য নয়। পাঠ্য সিলেবাস ২০২৩ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরাবাজার থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের বাঙ্গরাবাজার থানা সভাপতি মাহফুজ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক-এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মুহাম্মদ মাহদী হাসান। বিশেষ বক্তা ছিলেন হোসাইন আহমদ।
বক্তব্য রাখেন জেলা শিল্প ও বাণিজ্য সম্পাদক মু. আবদুল হক, ইসলামী আন্দোলন বাঙ্গরাবাজার থানা সভাপতি মুফতি দেলোয়ার আমিন, সাবেক সভাপতি থানা মুফতি মুহাম্মদ বিন আব্দুল কুদ্দুস, সরকারী তিতুমীর কলেজ শাখা সভাপতি মুহাম্মদ শরীফুল ইসলাম, সাবেক বাঙ্গরাবাজার থানা সভাপতি মাওলানা ফয়সাল মাহমুদ, মোহাম্মদ হাবিবুর রহমান, সাফায়েত হোসেন।
সম্মেলনশেষে ২০২৩-২৪ সেশনের জন্য হাফেজ শাফায়েত হোসাইনকে সভাপতি, মু. আবু বকর সিদ্দিককে সহ-সভাপতি এবং হাফেজ ফরহাদ হুসাইনকে সাধারণ সম্পাদক করে বাঙ্গরাবাজার থানা কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, মানুষ হযরত আদম আ. এর সন্তান। এখন যারা মানুষকে বানরের সন্তান বানাতে চায় তাদেরকে তাদের রুখে দিতে হবে। মুসলমানের সন্তানদের ঈমান আকিদা ও দেশপ্রেম ধ্বংসের জন্য শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব ইসলামবিরোধী শক্তির হাতে তুলে দেয়া হয়েছে। মুসলমানের সন্তানদের নাস্তিক ও হিন্দুত্ববাদী মানসিকতা তৈরি করার জন্য শিক্ষানীতি প্রণয়ন করেছে। শিক্ষা সিলেবাসের পড়তে পড়তে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, মাদরাসার স্বকীয়তা বজায় রেখে পৃথক সিলেবাসে মাদরাসার বই ছাপাতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।