Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের তেল-গ্যাস থেকে আয় ৪০ ভাগ বেড়েছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০৩ পিএম

ইরানের তেল মন্ত্রী জাভেদ ওজি বলেছেন, চলতি ইরানী বছরের প্রথম ১০ মাসে (২১ মার্চ ২০২২- ২০ জানুয়ারী ২০২৩) তেল, প্রাকৃতিক গ্যাস, গ্যাস কনডেনসেট এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রি থেকে দেশটির আয় ৪০ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই আয় বেড়েছে।

মঙ্গলবার সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ওজি বলেন, উল্লিখিত সময়ের মধ্যে ৭০ মিলিয়ন ব্যারেল গ্যাস কনডেনসেট রপ্তানি করা হয়েছে। এই খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি।

এই কর্মকর্তার তথ্যমতে, চলতি বছরের জাতীয় বাজেট বিলে তেল ও গ্যাস রপ্তানির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বছরের শেষ নাগাদ অবশ্যই অর্জিত হবে।

তিনি উল্লেখ করেন, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি (এনআইওসি) বাজেটের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে ইতোমধ্যে যথেষ্ট তেল ও গ্যাস এবং পেট্রোলিয়াম পণ্য বিক্রি করেছে। তবে রাজস্ব সংগ্রহে আরও সময় প্রয়োজন।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ