Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈজ্ঞানিক গবেষণায় ইরানি নারীদের সাফল্য

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:০২ পিএম

ইরানের ৩৪৫ জন নারী গবেষক বিশ্বের উচ্চমানের গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। এর মাধ্যমে ইরানী নারীরা প্রমাণ করলেন, তারা বিজ্ঞানের অগ্রগতিতে ব্যাপক অবদান রাখতে পারেন।

প্রতি বছরই বিশ্বের শীর্ষস্থানীয় এবং প্রভাবশালী গবেষকদের তালিকা বিভিন্ন উদ্ধৃতি ডাটাবেজ থেকে প্রকাশ করা হয়। গবেষকদের নিবন্ধের সংখ্যা এবং উদ্ধৃতি সহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে বৈশ্বিক সূচক প্রকাশ করা হয়। প্রতিটি দেশের বৃহত্তর সংখ্যক গবেষক আন্তর্জাতিক অঙ্গনে দেশের বৈজ্ঞানিক কর্তৃত্ব তুলে ধরে।

এটি লক্ষণীয় যে, সবচেয়ে আলোচিত বিজ্ঞানীদের শীর্ষ এক শতাংশে ইরানি গবেষকের সংখ্যা গত ইরানি ক্যালেন্ডার বছর ১৪০০ সালে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) ৬৮৫ থেকে বেড়ে চলতি বছরে ৮৪০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া আলোচিত বিজ্ঞানীদের শীর্ষ দুই শতাংশ গবেষকের মধ্যে ইরানিদের সংখ্যা গত বছরের যেখানে ১ হাজার ৮৭০ জন ছিল, এবার তা বেড়ে হয়েছে ১ হাজার ৯৪১ জন।

ইরানের বৈজ্ঞানিক কর্তৃত্বে ইরানী নারীরাও তাদের ভূমিকা পালন করেছে।

সূত্র: তেহরান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ