Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলের অষ্টম রাউন্ড শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৪ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম রাউন্ডের খেলা শুরু হচ্ছে শুক্রবার। এদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের মোকাবেলা করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে এক ম্যাচ কম খেলা মোহামেডান। টি স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। অন্যদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আরেক ম্যাচে লড়বে ফর্টিস এফসি ও চট্টগ্রাম আবাহনী। ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ফর্টিস এফসি। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে চট্টগ্রাম আবাহনী। দুটি ম্যাচই শুরু হবে বেলা সোয়া ৩ টায়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ