Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপিল বিভাগে প্রবেশে ডিজিটাল পাস দেয়া হচ্ছে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৭ পিএম

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণে আগ্রহী ব্যক্তি, বিচারপ্রার্থীদের জন্য গতকাল ১ ফেব্রুয়ারি থেকে ডিজিটাল পাস দেয়া হচ্ছে।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, সুপ্রিমকোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। কোন বিচারপ্রার্থী প্রবেশ পাস সংগ্রহ ব্যাতিত আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে প্রবেশ করতে পারবেন না। গত ২৪ জানুয়ারি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং গতকাল ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের ঊহঃৎু চধংং মেনু ব্যবহার করে ডিজিটার পাস সংগ্রহ করা যাবে। এছাড়াও বাংলাদেশ সুপ্রিমকোর্টের মূল ভবনের নীচতলায় সোনালী ব্যাংক সুপ্রিমকোর্ট শাখা সংলগ্ন হেল্প ডেস্কে প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ডিজিটাল পাস সংগ্রহে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল পাসের জন্য জাতীয় পরিচয় পত্রের কপি ও একটি মোবাইল নম্বর সরবরাহ করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ