Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫০ পিএম

গাজা উপত্যকায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি অঞ্চল থেকে ছোঁড়া রকেট প্রতিহত করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, গাজা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে। গাজা উপত্যকায় হামলা চালানো হচ্ছে বলে তারা এক বিবৃতিতে জানায়।
স্থানীয় নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম হামলা চালানো হয় এজেদিন আল কাশাম ব্রিগেডের প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে অন্তত সাতবার হামলা চালানো হয়। এটি ফিলিস্তিনের ইসলামী মুভমেন্ট হামাসের সশস্ত্র শাখা। গাজা উপত্যকার কেন্দ্রস্থলে আল মাগাযীতে প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত।
গাজা সিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কাশাম ব্রিগেডের অপর এক প্রশিক্ষণ কেন্দ্রে ইসরাইল দ্বিতীয় দফায় হামলা চালায়। ইসরায়েলের প্রথম বিমান হামলার পর গাজা উপত্যকা থেকে ইসরাইলে পাল্টা কয়েকটি রকেট হামলা চালানো হয়।
জনবহুল গাজায় ২০০৭ সালে হামাসের ক্ষমতা গ্রহণের পর থেকে একে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। গাজার জনসংখ্যা বর্তমানে ২৩ লাখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ