Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিয়েভে ট্যাঙ্ক পাঠানো ইউক্রেন সংঘাত সমাধানে সাহায্য করবে না: এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৯ পিএম

কিয়েভে ট্যাঙ্কসহ পশ্চিমাদের অস্ত্র সরবরাহ ইউক্রেন সংঘাতের সমাধান আনতে পারবে না, বুধবার টিআরটি টেলিভিশন চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন।

‘আমি বিশ্বাস করি না যে, ট্যাঙ্ক পাঠানো (ইউক্রেন বিরোধ) সমাধানের দিকে একটি পদক্ষেপ,’ তিনি বলেছিলেন, ‘আমরা আশা করি পশ্চিমা দেশগুলো ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার জন্য আমাদের আহ্বানকে সমর্থন করবে।’

কিয়েভে অস্ত্র সরবরাহের কথা উল্লেখ করে এরদোগান জোর দিয়ে বলেছিলেন যে, ‘এ ঝুঁকিপূর্ণ পদক্ষেপটি অস্ত্র ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে লাভজনক।’ তা সত্ত্বেও, ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন যে, ইউক্রেনে অস্ত্র সরবরাহ ভবিষ্যতে ‘একটি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের’ পরিস্থিতি তৈরি করতে পারে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, ওয়াশিংটনের সিদ্ধান্ত এবং অন্যান্য দেশের উপর মার্কিন চাপের কারণে ইউক্রেনের পরিস্থিতি ঘিরে উত্তেজনা বাড়ছে। সূত্র: তাস।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ