Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিক-আমিরের জন্য জাতীয় দলের দরজা ‘খোলা’ প্রধান নির্বাচক হারুন রশিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫৩ এএম

বয়স যাই হোক! পারফরম্যান্স ভালো হলে এই দুজনকে আবার পাকিস্তানের জার্সিতে দেখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন হারুন রশিদ। দেশের স্বার্থে শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞদের আবার জাতীয় দলে খেলায় কোনো বাধা দেখেন না হারুন রশিদ।

পাকিস্তানের নবনিযুক্ত প্রধান নির্বাচক মনে করেন, নিজেদের মেলে ধরতে পারলে এই দুই জনকেই ফের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বাঁহাতি পেসার আমির। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন, তার প্রতি অবিচার করেছেন ওই সময়ের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস। তবে এটাও জানিয়েছিলেন, ভবিষ্যতে অবসরের সিদ্ধান্ত বদল করতেও পারেন।

৪১ বছর বয়সী মালিক টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিলেও খেলছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। তবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলার সুযোগ হয়নি তার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এখন বাংলাদেশে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

মালিক ও আমিরদের জন্য জাতীয় দলের দরজা খোলা রাখার পক্ষে হারুন, যিনি গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচকের দায়িত্ব পান। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে পাকিস্তানের প্রধান নির্বাচক ছিলেন তিনি। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিকের আবার জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন ৬৯ বছর বয়সী হারুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ