ইনজুরির কারণে তারকা মিডফিল্ডার এরিকসেনকে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে হারানোর খবরটা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল গত পরশু।ফর্মে থাকা এরিকসেনকে মাঠে না পাওয়া ইউনাইটেডর জন্য বড় ধাক্কা হিসেবে এসেছে। তবে ধারে আরেক তারকা মিডফিল্ডার মার্সেল সাবিটজারকে এনে সেটি পুষিয়ে নিয়েছে ক্লাবটি।
শীতকালীন দলবদলের শেষ দিন মঙ্গলবার।এদিনই অস্ট্রিয়ার মিডফিল্ডার সাবিটজারকে দলে ভেড়ানোর কথা জানায় ইউনাইটেড।তাকে মৌসুমের বাকি সময়ের জন্য বায়ার্ন মিউনিখ থেকে ধারে আনা হয়েছে।
২০২১ সালে বুন্ডেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্নে যোগ দেন সাবিটজার। জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচ খেলেছেন তিনি। দুটি গোল করার পাশাপাশি করিয়েছেন দুটি। চলতি মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী সাবিটজার।
জানুয়ারির দলবদলে এনিয়ে তিনজনকে দলে টানল ইউনাইটেড। সাবিটজারের আগে ধারে ইংল্যান্ডের জ্যাক বাটল্যান্ড ও নেদারল্যান্ডসের ভাউট বেহর্স্টকে দলে যোগ করেছিল তারা।