Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভার্টিকল সিটি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দুবাইয়ে ২০৩০ সালের মধ্যে নির্মাণ হতে যাচ্ছে ভাসমান ‘ভার্টিকল সিটি’। বিশাল অংকের অর্থ ব্যয় করে শহরটিতে নির্মাণযজ্ঞ পরিচালনা করছে লুকা কার্চি আর্কিটেক্টস। ২০১৯ সালে দুবাইয়ে আয়োজিত নলেজ সামিটে এ শহরের প্রস্তাব দেয়া হয়েছিল। পানিতে ভাসমান ভার্টিকল শহরটি নিজস্ব জ্বালানিতে পরিচালিত হবে। শহরটিতে শূন্যবর্জ্য পলিসি অনুসরণ করা হবে। সৌর, বায়ু ও পানিবিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানিতে চলবে শহরের কার্যক্রম। প্রতিবেদনে আরো বলা হয়, ভার্টিকল সিটির উচ্চতা থাকবে ৭৫০ মিটার, যেখানে ১৮০টি ফ্লোর থাকবে। ৩৭ লাখ ৫০ হাজার ঘনমিটার আয়তনের ভাসমান শহরে ২৫ হাজার মানুষ বসবাস করতে পারবে। অ্যারাবিয়ান বিজনেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ