Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্নমুখী থাকবে ভারতের জিডিপি

৭ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভারতের লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে সমীক্ষা রিপোর্টের পূর্বাভাস বলছে, আগামী (২০২৩-২৪) অর্থবছরে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ। গত তিনটি অর্থ বছরের মধ্যে বৃদ্ধির হার সর্বনিম্নে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনীতিবিদদের একাংশের মতে, করোনা অতিমারির পাশাপাশি রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে মূল্যবৃদ্ধির হার ৬.৮ শতাংশে পৌঁছানোর প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। চলতি অর্থবছরে (২০২২-২৩) আর্থিক বৃদ্ধির হার ৭ শতাংশ। গত অর্থবছরে (২০২১-২২) বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ। আর্থিক সমীক্ষা রিপোর্ট বলছে, গত তিন বছরের মধ্যে বৃদ্ধির হার কিছুটা কমলেও ক্রয়ক্ষমতার নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। বিনিময় হারের দিক থেকে পঞ্চম। মূল্যবৃদ্ধির প্রভাব পড়লেও বিদেশি বিনিয়োগ আসার পথে তা বাধা হবে না বলে সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে। তবে মূল্যবৃদ্ধির অভিঘাত দীর্ঘায়িত হতে পারে বলেও জানানো হয়েছে সমীক্ষা রিপোর্টে। এদিকে, ভারতের কেন্দ্রীয় বাজেট ঘোষাণা করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এতে আয় করের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। অর্থমন্ত্রী জানান, ব্যক্তির বা বেতনের ক্ষেত্রে বার্ষিক ৭ লাখ রুপি পর্যন্ত আয়ে কোনো আয়কর দিতে হবে না। আগে ৫ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হতো না। স্বাধীনতার ১০০ বছর পূরণের কথা মাথায় রেখে ভারতের কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোট সাতটি উদ্দেশ্যের ওপর ভিত্তি করে এই বাজেট পেশ করেন তিনি। বক্তৃতায় নির্মলা বলেন, ২০৪৭ সাল পর্যন্ত সপ্তর্ষির মতো ভারতকে পথ দেখাবে এই বাজেটের সাতটি উদ্দেশ্য। ভারতের সব মানুষকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে অর্থমন্ত্রী বলেন, উন্নতির শেষ সীমা পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবে এই বাজেট। সাত উদ্দেশের মধ্যে প্রথম হলো দেশের সার্বিক উন্নতি। পিটিআই, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ