মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ দলের প্রধান সংগঠক ও সিনিয়র সহ-সভাপতি পদে নওয়াজ শরিফের মেয়ে মরিয়াম নওয়াজকে পদোন্নতি দেয়ার প্রেক্ষাপটে সরে দাঁড়ালেন খাকান আব্বাসি। একটি সূত্র জিও নিউজকে বলেন, দলের অন্য সদস্যদের সাথে আলোচনা না করেই সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের সুপ্রিমো নওয়াজ শরিফের মেয়ে মরিয়ামকে পদোন্নতি দেয়ায় শাহিদ খাকানক্ষুব্ধ হন। ওই পদোন্নতির পরের দিনই তিনি তার পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে। চলতি মাসের প্রথম দিকে মরিয়ামকে পদোন্নতি দিয়ে তাকে দলকে আরো ভালোভাবে গোছানোর দায়িত্ব দেয়া হয়। তাকে ‘প্রধান সংগঠক’ হিসেবে দলের সর্বপর্যায়ে নতুন করে সংগঠিত করার দায়িত্বও দেয়া হয়। এই নিয়োগের ফলে মরিয়াম কার্যত তার বাবা নওয়াজ শরিফ ও চাচা শাহবাজ শরিফের পর দলের তৃতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন। আব্বাসি এই প্রেক্ষাপটে দলের নেতাদের বলেন, ‘মরিয়াম নওয়াজকে সিনিয়র সহ-সভাপতি নিয়োগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে আমার পক্ষে কাজ করার কোনো যুক্তি নেই।’ তবে এ ব্যাপারে মিডিয়ার কাছে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন শহিদ খাকান আব্বাসি। মরিয়ামকে সিনিয়র সহ-সভাপতি ও প্রধান সংগঠক হিসেবে পদোন্নতি দেয়ায় দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দি নিউজ, জিও নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।