Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতের আল মিনহাদ জেলার নাম হিন্দ সিটি রাখলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৮ পিএম
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম আল গত রোববার মিনহাদ জেলা এবং এর আশেপাশের এলাকাগুলোর নাম পরিবর্তন করে ‘হিন্দ সিটি’ রেখেছেন। আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৮৩.৯ কিলোমিটার বিস্তৃত শহরটি- হিন্দ ১, হিন্দ ২, হিন্দ ৩ এবং হিন্দ ৪ অঞ্চলে বিভক্ত। শহরটি এমিরেটস রোড, দুবাই-আল আইন রোড এবং জেবেল আলি-লেহবাব রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার সঙ্গে সংযুক্ত।
দুবাই শাসকের নির্দেশ অনুসারে আল মিনহাদ অঞ্চল এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর নাম পরিবর্তন করে ‘হিন্দ সিটি’ করা হয়েছে। এর আগে ২০১০ সালে আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক বুর্জ দুবাইয়ের নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রেখেছিলেন। আমিরাতের সাবেক প্রেসিডেন্ট ২০২২ সালের ১৩ মে মারা যান।
শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম সংযুক্ত আরব আমিরাতের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাখতুমের তৃতীয় পুত্র। ২০০৬ সালে তার ভাই মাখতুমের মৃত্যুর পর আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্ব নেন।
আল মাখতুমের আরেকটি পরিচয় হলো তিনি বিশ্বের অন্যতম বিশিষ্ট রিয়েল এস্টেট ডেভেলপার।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ