Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারতের শান্তির আহ্বানের প্রশংসায় ইউএনজিএ সভাপতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৪ পিএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের ভূমিকা এবং বিশ্বজুড়ে শান্তির আহ্বানের প্রশংসা করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি। তিন দিনের সফরে সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি। 
সোমবার তিনি ৪০তম সাপ্রু হাউসে বক্তব্য দেওয়ার সময় বলেন, ‘আমরা ইউক্রেনের যুদ্ধের প্রথম বার্ষিকীতে পৌঁছেছি, যা দুর্ভোগ এবং বাস্তুচ্যুতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি যুদ্ধ, যা সারাবিশ্বে জ্বালানি এবং খাদ্য সংকট সৃষ্টি করেছে। ইউক্রেনে এবং সারাবিশ্বে শান্তির জন্য ভারতের আহ্বানের আমি প্রশংসা করি।’
করোসি একজন হাঙ্গেরীয় কূটনীতিক। ২০২২ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব পান। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে তিনি তিন দিনের সফরে গত রোববার ভারতে এসেছিলেন। 
ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে (আইসিডব্লিউএ) ‘সল্যুশন থ্রো সলিডারি, সাসটেইনেবিলিটি অ্যান্ড সায়েন্স অ্যাট দ্য ইউএন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। করোসি বলেন, পৃথিবী খাদের কিনারে দাঁড়িয়ে আছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভারতের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি। 
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ভারত শান্তি ও কূটনীতির আহ্বান জানিয়ে আসছে। করোসি যুদ্ধ শুরু হওয়ার সময় ইউক্রেনে উপস্থিত ভারতীয় ছাত্রদের নিরাপত্তা ও নিরাপত্তার প্রতি তার প্রতিশ্রুতির জন্য ভারত সরকারের প্রশংসা করেন।
তিনি বলেন, ‘আমি জানি অনেক ভারতীয় ইউক্রেনে অধ্যয়ন করছিলেন যখন যুদ্ধ শুরু হয়েছিল এবং আমি আপনাদের দেশ এবং দেশের সরকারকে তাদের নিরাপত্তা এবং সুরক্ষার প্রতিশ্রুতির জন্য অভিনন্দন জানাই।’
তিন দিনের সফরে করোসি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরীর সঙ্গে। রুশ-ইউক্রেন যুদ্ধে ভারত তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন তিনি। করোসি জানান, রুশ-ইউক্রেন যুদ্ধের ফলেই স্পষ্ট বোঝা গেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ নতুন করে ঢেলে সাজানো প্রয়োজন। 
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, ভারতের মানবিক সহায়তা দেশের অভ্যন্তরে হাজার হাজার এবং লাখ লাখ বেসামরিক নাগরিকের দুর্ভোগ কমিয়েছে। জাতিসংঘের প্রতি জনগণের আস্থা গভীর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র : এএনআই।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ