Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বিপিএল মাতাতে আসলেন ইরফান ও নাইব

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৩ পিএম | আপডেট : ২:৫৪ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৩

বিপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। প্লে-অফ পর্বের আগে ঢাকায় আরও দুটি লিগ ম্যাচ খেলবে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দল।

এর মধ্যে দলটি বাড়িয়ে নিল নিজেদের শক্তি। টুর্নামেন্টের মাঝে পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে সিলেট। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন দীর্ঘদেহী এই বাঁহাতি ফাস্ট বোলার।

তার সঙ্গে আফগানিস্তানের ব্যাটিং অলরাউন্ডার গুলবাদিন নাইবও এসে গেছেন। তাকে প্লেয়ার্স ড্রাফট থেকেই টেনেছিল দলটি। বুধবার এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স ইরফান ও নাইবের দলের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ফেসবুক পেজে দেওয়া পোস্টে প্রকাশ করেছে উচ্ছ্বাস। দুজনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অল-রাউন্ডার গুলবাদিন নাইম যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলবে দলকে।’

উল্লেখ্য’বিপিএলে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিলেট পরের ম্যাচ খেলবে ৪ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে। ৮ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ