এবারের ইংলিশ প্রিমিয়ার লীগে বাজে শুরুর পর দারুণভাবে ঘুরে দাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর বিতর্কিত প্রস্থানের চাপ সামলে ধারাবাহিক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে এসেছে এরিক টেন হেগের শিষ্যরা।
তবে লিগের গুরুত্বপূর্ণ সময়ে এসে দুঃসংবাদ পেল রেড ডেভিলস শিবির। ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য দলটি পাচ্ছেনা তারকা মিডফিল্ডার এরিকসেনকে।
গত শনিবার এফএ কাপে চতুর্থ রাউন্ডে চলাকালীন এঙ্কেলের ইনজুরিতে পড়েন ইউনাইটেডর এই অভিজ্ঞ তারকা।রিডিংয়ের বিপক্ষে সেই ম্যাচে চোটের কারণে ৫৭তম মিনিটে তাকে তুলে নেন ইউনাইটেড বস এরিক টেন হেগ।
শুরুতে অনুমান করা না গেলেও পরীক্ষা নিরীক্ষার পরে জানা গেল চোট বেশ ভালোভাবে পেয়েছেন এরিকসেন।মাঠের বাইরে থাকতে হবে দীর্ঘদিন। তার ব্যাপারে মঙ্গলবার এক বিবৃতি দিয়ে ইউনাইটেড জানিয়েছে,এপ্রিলের শেষ বা মে মাসের শুরু পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে ৩০ বছর বয়সী এরিকসেনকে।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের ৩২ ম্যাচের ৩১টি খেলেছেন এরিকসেন। দুই গোল করার পাশাপাশি তার নামের পাশে রয়েছে ৯টি অ্যাসিস্ট।