Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে ইতিহাস গড়ে খুলনাকে হারাল কুমিল্লা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট : ১১:০০ পিএম, ৩১ জানুয়ারি, ২০২৩

বিপিএল ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনার দুই ব্যাটার তামিম ইকবাল ও শেই হোপের ব্যাটিং তাণ্ডব দেখেছে দর্শকরা। দুই ব্যাটারের অনবদ্য ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করেছে খুলনা। জিততে কুমিল্লাকে করতে হবে ২১১ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় কুমিল্লা। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তারা এটি। এর আগে ২০৭ রান তাড়া করে ঢাকা প্লাটুনকে হারায় খুলনা টাইগার্স।

টস হেরে খুলনা আগে ব্যাট করতে নেমে ১৩ রানেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায়। নাসিম শাহর বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ১ রানে ফিরেন এই ওপেনার।

তবে এরপর তামিম ইকবাল ও শেই হোপ যা করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। দ্বিতীয় উইকেট জুটিতে দুই তারকা ব্যাটসম্যান ১০৪ বলে তোলেন ১৮৪ রান। তার মধ্যে তামিম ৫০ বলে অবদান রাখেন ৮৩ রান। আর হোপ ৫৪ বলে অবদান রাখেন ৯০ রান করে।

 

দুই জনই সেঞ্চুরির খুব কাছে ছিলেন। সমর্থকরাও আশা করেছিলেন তামিম-হোপ দুজনেই পাবেন সেঞ্চুরির দেখা। কিন্তু সেটা আর হয়নি। দলীয় ১৯৭ রানের মাথায় তামিমের বিদায়ে ভাঙে এই জুটি। মোসাদ্দেক হোসেনের বলে খুশদীল শাহর হাতে ক্যাচ দিয়ে আউট হন তামিম। যাওয়ার আগে ৬১ বলে ১১টি চার ও ৪ ছক্কায় ৯৫ রান করে যান। মাত্র ৫ রানের জন্য টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি মিস করেন।

 

তামিম আউট হলেও হোপ ছিলেন অপরাজিত। তিনিও অবশ্য সেঞ্চুরি করতে পারেননি। মাত্র ৫৫ বল খেলে ৫টি চার ও ৭ ছক্কায় অপরাজিত থাকেন ৯১ রানে। আর আজম খান শেষ ওভারে মাত্র ৪ বল খেলে ১ চার ও ১ ছক্কায় ১২ রান করেন। তাতে ২ উইকেট হারিয়ে ২১০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে খুলনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ