Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়ায় চীনের প্রথম বিমানবাহী জাহাজ

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রথমবারের মতো একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে চীন। দেশটির নৌবাহিনী বলেছে, নিয়মিত মহড়ার অংশ হিসেবে জাহাজটিকে প্রশান্ত মহাসাগরে পাঠানো হয়েছে। খবরে বলা হয়, এই প্রথম দেশটির বিমানবাহনী রণতরী লিয়াওনিং’কে  দূরবর্তী পানিসীমায় পাঠানো হলো। সামরিক প্রশিক্ষণ মহড়ায় প্রথমবারের মতো বিমানবাহী জাহাজের ব্যবহার করছে চীনের নৌবাহিনী। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, চীনের এমন কর্মকা-ে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ওই মহড়ার সময়সীমা এবং জাহাজের বহর কোন রুট দিয়ে চলাচল করবে তা এখনও জানানো হয়নি। তবে সোভিয়েত ইউনিয়নের তৈরি বিমানবাহী জাহাজটির পোতাশ্রয় হলো দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী দালিয়ান। জাহাজের বহরটি তাইওয়ান ও জাপানের মধ্যে বিতর্কিত দ্বীপ এলাকা হয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করবে। তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার একই সময়ে  প্রশান্ত মহাসাগরে চীনের রণতরী পাঠানোর খবর এলো।
তাইওয়ানের  প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা লিয়াওনিং’র গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। জাপানের মিয়াকো এবং ওকিনাওয়া দ্বীপপুঞ্জের মধ্যবর্তী মিয়াকো প্রণালি দিয়ে রণতরীটি অতিক্রম করেছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে। ওদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব চীন সাগরের মধ্যাঞ্চলে ৮টি চীনা যুদ্ধজাহাজের সঙ্গে লিয়াওনিং’কে দেখা গেছে। ওই ৮ যুদ্ধজাহাজের মধ্যে একাধিক ডেস্ট্রয়ার ও ফ্রিগেট রয়েছে। তবে এখনো এই বহরটি জাপানের পানিসীমায়  প্রবেশ করেনি।
চীনা নৌবাহিনীর মুখপাত্র লিয়াং ইয়ংয়ের বরাতে সিনহুয়ার খবরে বলা হয়, গত রোববারের নির্ধারিত ব্লু ওয়াটার  প্রশিক্ষণের অংশ হিসেবে চীনের বিমানবাহী জাহাজ লিয়াওনিং  প্রশান্ত মহাসাগরে নামানো হচ্ছে বলে জানায়। জাপানের  প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ৩ জাহাজবিধ্বংসী যানসহ ৮টি চীনা যান ওই বিমানবাহী জাহাজ শনিবার দুপুরে পূর্ব চীন সাগরের কেন্দ্রীয় অংশে উপস্থিত ছিল। গত কয়েক দিনে লিয়াওনিং জে-১৫ যুদ্ধবিমান নিয়ে পূর্ব চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিয়েছে। ওই মহড়ার মাধ্যমে বিমানে পুনরায় জ্বালানি সরবরাহ ও কমব্যাট ড্রিলও করা হয়। এর আগে চলতি মাসের প্রথমদিকে বোহাই নদীতে পরীক্ষামূলকভাবে বৃহৎ মাত্রায় সামরিক মহড়ায় অংশ নেয় লিয়াওনিং।
এছাড়াও বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর, পূর্ব ভারত মহাসাগর এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে অত্যাধুনিক যুদ্ধজাহাজের মহড়া শুরু করে চীন। এ মহড়ায় হেলিকপ্টার এবং বিশেষ যুদ্ধের সেনারাও অংশ নেয় বলে জানানো হয়েছে। চীনের নানহাই নৌবহরের তিন জাহাজ হাইনান প্রদেশে নৌবাহিনীর বন্দর সানিয়া ত্যাগ করে বার্ষিক এ মহড়ায় যোগ দেয়ার জন্য। এসব যুদ্ধজাহাজের সঙ্গে পরে যোগ দেয় বিশাল ডেস্ট্রয়ার লানজাও এবং গুয়ানজাও। ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেটও এ মহড়ায় যোগ দেয় এবং হেলিকপ্টার ও বিশেষ যুদ্ধের সেনারা এ মহড়ায় অংশ নেয়। সিনহুয়া, এএফপি, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ