Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অমরাবতী নয় বিশাখাপত্তনাম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বদলে যাচ্ছে ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী। এতদিন রাজ্যটির রাজধানী ছিল অমরাবতী। কিন্তু মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ঘোষণা করেছেন, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে বিশাখাপত্তনাম। দিল্লিতে আন্তর্জাতিক কূটনৈতিক জোটের বৈঠকে ওয়াইএসআর কংগ্রেস প্রধান বলেন, ‘আমি আপনাদের বিশাখাপত্তনামে আমন্ত্রণ জানাচ্ছি, যা আগামী দিনে আমাদের রাজধানী হতে চলেছে। আমি নিজেও আগামী মাসগুলোতে বিশাখাপত্তনমে স্থানান্তরিত হব।’ তিনি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের কাছে এসে দেখুন। অন্ধ্রপ্রদেশ রাজ্যে ব্যবসা করা কতটা সহজ।’ প্রশাসনিক কারণে অমরাবতী থেকে রাজধানী দক্ষিণ ভারতের সৈকত শহরে উঠে আসছে বলে জানা গেছে। অন্ধ্রপ্রদেশের জন্য একটি নতুন রাজধানীর পরিচয় গত কয়েক বছর ধরে সামাজিক, আইনি, অর্থনৈতিক এবং রাজনৈতিক দ্বন্দ্বের উৎস হয়ে দাঁড়িয়েছে। সংবাদ প্রতিদিন, হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ