মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডর বা সিপিইসি প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লির দাবি, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মধ্য দিয়ে এই প্রকল্প নির্মাণ করা হচ্ছে। যার ফলে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণœ হয়েছে। ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, পাকিস্তান এবং চীন উভয়ের কাছেই সিপিইসি নিয়ে নিজ উদ্বেগের কথা ভারত জানিয়েছে। তিনি জানান, সিপিইসি ভারতীয় সার্বভৌম ভূমির ওপর দিয়ে গেছে বলে নয়াদিল্লি দুই দেশকেই জানিয়েছে। নির্মাণাধীন সিপিইসি প্রকল্পে চীন ৬০০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে। এই প্রকল্পের মধ্য দিয়ে পাকিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে চীনের সংযোগ ঘটবে। বহু কোটি ডলারের এই প্রকল্পে সড়ক এবং রেলপথ সংযোগের মাধ্যমে গড়ে উঠবে। পাক-চীন এই প্রকল্প নিয়ে ইতিমধ্যে সতর্ক করেছে ভারত। ভারতীয় পর্যবেক্ষকদের একাংশের মতে, এই প্রকল্পের মাধ্যমে ভারতকে অবরোধ করা হচ্ছে। এ ছাড়া, ভূ-রাজনৈতিক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে পেশি শক্তিও প্রদর্শন করছে চীন। তবে চীন ও পাকিস্তান বলছে, এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে নতুন দিগন্তের সূচনা ঘটবে। অনেক দেশের সাথে যোগাযোগ বেশ সাবলীল হবে। সূত্র : ডেইলি পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।