মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক জিউন হাইর পর সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে বান কি মুন অন্যতম। দক্ষিণ কোরিয়ার স্থানীয় ভাষার ম্যাগাজিন সিসা সম্প্রতি দাবি করেছে, বান কি মুনের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেছেন দেশটির প্রখ্যাত ব্যবসায়ী পার্ক ইয়েওন চা। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ মো হিউনের ঘনিষ্ঠজনদের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এই ব্যবসায়ী জড়িত ছিলেন। ওই আর্থিক কেলেঙ্কারির জের ধরে হিউন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং তারপর প্রেসিডেন্ট হন পার্ক জিউন হাই। সিসা ম্যাগাজিন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় বান কি মুন দক্ষিণ কোরিয়ার একজন শিল্পপতির কাছ থেকে ২,৩০,০০০ ডলারের সমপরিমাণ অর্থ ঘুষ নিয়েছিলেন। ২০০৭ সালে জাতিসংঘের মহাসচিব হওয়ার আগে ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন বান কি মুন। জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। ইয়নহ্যাপ নিউজ, স্পুটনিক নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।