মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চিলির উপকূলে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর জারি করা সুনামির সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভূমিকম্পের পরপরই উৎসস্থল থেকে ১ হাজার কিলোমিটারজুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্যও বলা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে আগের জারি করা সতর্কতা বহাল রাখার কোনও প্রয়োজন নেই। গত রোববার চিলির পুয়েতো মন্ট থেকে ২২৫ কিলোমিটার দক্ষিণে এ ভূমিকম্প হয়। চিলির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূমিকম্পের গভীরতা ছিল ১৫ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি। দেশটির জাতীয় জরুরি সেবার আঞ্চলিক পরিচালক আলেহান্দ্রো ভারগেজ জানান, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর তাদের কাছে পৌঁছায়নি। চিলির স্বরাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমার্জেন্সি অফিস (ওনেমি) জানিয়েছিল, স্থানীয় সময় দুপুর ১টায় চিলির লস লাগোস অঞ্চলে সুনামির প্রথম ঢেউ আঘাত হানতে পারে। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।