Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক সহিংসতায় মেক্সিকোতে নিহত ১৩

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মেক্সিকোর অশান্ত রাজ্য মিচুয়াকান ও গুয়েরেরোতে প্রতিদ্বন্দ্বী মাদক অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতায় ১৩ জন নিহত হয়েছেন। গত রোববার মেক্সিকোর কর্তৃপক্ষ এ খবর জানিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচুয়াকানের পিপি দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জালিসকোর সীমান্তবর্তী জিকুইলপান টাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ছয় ব্যক্তির কাটা মু-ু পাওয়া যায়। ওই এলাকাটি জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি) অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে বলে জানা গেছে। মু-ুগুলোর পাশে হুমকি দেওয়া একটি বার্তা পাওয়া গেছে, এতে নিউ মিচুয়াকান ফ্যামিলির (এনএফএম) স্বাক্ষর রয়েছে। এনএফএম অপর একটি প্রতিদ্বন্দ্বী মাদক অপরাধী গোষ্ঠী। এদিকে গুয়েরেরো রাজ্য পুলিশ জানিয়েছে, আতুইয়াক পর্বতমালায় পুলিশ ও মাদক অপরাধীদের মধ্যে গোলাগুলিতে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুলিশ কর্মকর্তা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ