Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে গির্জার বাইরে গ্রেনেড বিস্ফোরণে আহত ১৮

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের খ্রিস্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনের সময় একটি গির্জার বাইরে গ্রেনেড বিস্ফোণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত শনিবার দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের সেন্ট নিনো প্যারিশ গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ ও সংশ্লিষ্ট গির্জার যাজক। গির্জাটির ফাদার জে ভিরাদোর জানান, হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে প্রার্থনায় অংশ নিতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা গির্জা ছেড়ে পালিয়ে যান। স্থানীয় পুলিশ প্রধান বেরনার্দো তেয়ং বলেন, ওই গির্জার প্রবেশপথ থেকে ৩০ মিটার দূরে পুলিশের একটি টহল গাড়ি অবস্থান করছিল। গাড়িটির কাছেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এতে একজন পুলিশ কর্মকর্তাও আহত হন। বিস্ফোরণের শিকার ব্যক্তিদের বেশিরভাগই সে সময় গির্জার বাইরে দাঁড়িয়ে ছিলেন। পরে ওই এলাকায় আরও একটি অবিস্ফোরিত গ্রেনেড বা হাতে তৈরি বোমার সন্ধান পাওয়া যায়। এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তাদের ধারণা মাদকবিরোধী অভিযানে সফলতার কারণে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটানো হয়। রয়টার্স, আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ