Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির ৩য় পদযাত্রা দুপুরে গাবতলী থেকে মিরপুর পর্যন্ত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ২:০২ পিএম

‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি’ শীর্ষক শিরোনামে এবং খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে গণ-পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে গাতবলি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মিরপুর ১০ নম্বর মোড়ে গিয়ে এই গণ-পদযাত্রা শেষ হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং- এর সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার দুপুর ২টায় পদযাত্রা কর্মসূচি শুরু হবে। পদযাত্রা শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এতে সভাপতিত্ব করবেন। পদযাত্রাপূর্ব সমাবেশে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তরের বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
এর আগে গত শনিবার ও রোববার একই দাবিতে বাড্ডা থেকে মালিবাগ আবুল হোটেল ও যাত্রাবাড়ী আইডিয়া স্কুল থেকে জুরাইন রেলগেট পর্যন্ত পদযাত্রা করে বিএনপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ