মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কেয়ারলেস হুইস্পারখ্যাত জনপ্রিয় ব্রিটিশ পপ সুপারস্টার জর্জ মাইকেল আর নেই। ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের নিজ বাসায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি শিল্পী। যুক্তরাজ্যের স্থানীয় সময় গত রোববার রাত ১১টার দিকে দেওয়া এক বিবৃতিতে এই তারকা শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মুখপাত্র। বিবৃতিতে তিনি বলেন, ক্রিস্টমাসের দিনে শান্তিতে ওপারে পৌঁছেছেন জর্জ মাইকেল। তার পরিবার গভীর শোকের মধ্যে কাটাচ্ছে। তাই আপাতত এ নিয়ে আর কোনও মন্তব্য করা হবে না। এদিকে জর্জ মাইকেলের মৃত্যুকে ঘিরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ভিয়েনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ শিল্পী। তখন থেকেই ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। জর্জ মাইকেল ছিলেন একাধারে একজন গীতিকার, সুরকার ও গায়ক। আশির দশকে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮২ সালে অ্যান্ড্রু রিজলির সঙ্গে যৌথভাবে গড়ে তোলেন হোয়াম! ১৯৮৬ সালে হোয়াম ভেঙে যাওয়ার পর তিনি একক ক্যারিয়ার তৈরি করেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।