Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজ ২৫৮ কিশোর কিশোরীকে সংবর্ধনা তুরস্কে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পবিত্র কুরআনে কারিম হিফজ সম্পন্ন করায় তুরস্কে এবার অন্তত ২৫৮ জন কিশোর-কিশোরীকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। দেশটির তোকাত জেলার গাজি ওসমান পাশা জামে মসজিদে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিতিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান ড. আলি এরবাশ। বহু সংখ্যক অতিথির উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পর ড. আলি এরবাশ সংবর্ধনা অনুষ্ঠানে ব্ক্তব্য দেন। এ সময় তিনি বলেন, ‘তোমরা এখানে কুরআন শিখলে এবং ভবিষ্যতে অন্যদের তা শেখাবে। হাদিসে রাসূল সা: বলেছেন, তোমাদের মধ্যে যে কুরআন শেখে এবং শেখায় সেই সর্বোত্তম।’ তুরস্কের প্রতিটি মসজিদ, যারা কুরআন শিখতে চায়, তাদের ধারাবাহিকভাবে সে বিষয়ে সহযোগিতা করে আসছে বলেও জানান ড. আলি এরবাশ। তুর্কি নিউজ এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ