Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অস্ত্রবাহী কনভয়ের ওপর বিমান হামলা সিরিয়ায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইরাক থেকে সিরিয়ায় অস্ত্র বহনকারী কনভয়ের ওপর বিমান হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছেন। কনভয়টিও ধ্বংস হয়ে গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইরাক থেকে সিরীয় অঞ্চলে ছয়টি রেফ্রিজারেটেড ট্রাক ঢোকার পর আলবু কামাল সীমান্তবর্তী অঞ্চলে অজ্ঞাত বিমান থেকে হামলা চালানো হয়। হতাহতের নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ না করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো বলেছে, রোববারের এ হামলায় বহরটি ধ্বংস হয়ে গেছে। আরোহীরা হয় নিহত কিংবা আহত হয়েছেন। সংস্থা প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ট্রাকগুলো ইরানের অস্ত্র বহন করছিল। এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবিশষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ