Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাভ হরমোন নিয়ে নতুন তথ্য

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সঙ্গীর সঙ্গে জুটি বাঁধা এবং সন্তান জন্মদানের মতো জৈবিক বিষয়ে ‘লাভ হরমোন’ অক্সিটোসিনের প্রভাব রয়েছে বলে এত দিন ধারণা করা হতো। কিন্তু ইঁদুরজাতীয় স্তন্যপায়ী প্রাণী প্রেইরি ভোলের ওপর চালানো নতুন গবেষণায় মিলেছে ভিন্ন তথ্য। গবেষণায় দেখা গেছে, অক্সিটোসিনের কার্যকারিতা কম থাকলেও সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপন, সন্তান উৎপাদন ও পালন করতে পারছে প্রাণীটি। এসব আচরণ অক্সিটোসিনের ওপর নির্ভরশীল বলে এত দিন ধারণা করা হতো। এক সঙ্গীর সঙ্গে জীবন কাটানো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে প্রেইরি ভোল অন্যতম। সঙ্গীর সঙ্গে জীবনযাপনের মতো সামাজিক আচরণবিষয়ক গবেষণা করতে প্রায়ই এই প্রাণীটি ব্যবহার করা হয়ে থাকে। আগের গবেষণায় অক্সিটোসিন হরমোন নিঃসরণ বন্ধে এই প্রাণীকে এক ধরনের ওষুধ দেওয়া হয়। তখন দেখা যায়, প্রাণীগুলো আর সঙ্গীর সঙ্গে জুটি বাঁধতে পারছে না এবং সন্তানদের বুকের দুধ পান করাতে পারছে না মা প্রেইরি ভোল। অক্সিটোসিন হরমোনের ওপর কাজ না করে প্রেইরি ভোলগুলোর জিনগত পরিবর্তন করেন মনোবিদ দেবানন্দ মানোলি ও স্নায়ু জীববিজ্ঞানী নিরাও শাহ। এরপর জিন পরিবর্তিত পুরুষ ও নারী ভোলের আচরণ পর্যবেক্ষণ করেন তারা। তাঁদের গবেষণায় দেখা যায়, জিন পরিবর্তন করা হয়নি এমন ভোলের সঙ্গে জুটি বাঁধতে কোনো সমস্যায় পড়েনি জিন পরিবর্তিত ভোলগুলো এবং জিন পরিবর্তিত নারী ভোলগুলো সন্তান জন্ম দিতে ও পালন করতে পারছে। মনোবিদ মানোলি বলেন, ‘আমরা খুবই বিস্মিত হয়েছি। গবেষণার ফলাফলে মনে হয়েছে, জুটি বাঁধা বা সন্তান লালন-পালনের ক্ষেত্রে অক্সিটোসিনই প্রধান উপাদান নয়।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ