Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৪ হাজার নতুন ব্যবসা চালু হয়েছে সিঙ্গাপুরে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গত বছর সিঙ্গাপুরে ৬৪ হাজারের বেশি নতুন ব্যবসা চালু হয়েছে। একই সময়ে বাণিজ্য নগরীটিতে ব্যবসা বন্ধ হয়েছে ৫০ হাজার। দেশটির পরিসংখ্যান বিভাগের ওয়েবসাইটে এ তথ্য উঠে এসেছে। দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ থেকেই ব্যবসা বন্ধের সংখ্যা বাড়ছে। ২০২২ সালে তা ৫০ হাজার ৪২৩ এ দাঁড়িয়েছে। ২০১৬ সালের ৬২ হাজার ব্যবসা বন্ধের পর যা সর্বোচ্চ। পরিসংখ্যান বিভাগের উপাত্তে দেখা গেছে, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে নতুন ব্যবসা চালুর পরিমাণ ৬০ হাজারের উপরেই রয়েছে। মোটা দাগে, প্রতিবছর ৬১ হাজার থেকে ৬৫ হাজার নতুন ব্যবসা চালু হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৬৪ হাজার ৩০৪। আর্থিক খাতে গত বছর সর্বোচ্চ ৮ হাজার ৩০৭ টি ব্যবসা চালু হয়েছে। ২০২১ সালের চেয়ে যা ১৫০ শতাংশ বেশি। অন্যদিকে ২০২২ সালে ব্যবসা বন্ধ হয়েছে ৩ হাজার ৩৮০ টি। দ্বিতীয় সর্বোচ্চ সম্প্রসারণ ছিল তথ্য প্রযুক্তি বা আইসিটি খাতে। ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো খাতের সমণ্বয়ে আইসিটিতে ৯ হাজার ৫৬ টি ব্যবসা চালু হয়েছে। ২০২১ সালের চেয়ে আইসিটি খাত ৭০ শতাংশ সম্প্রসারিত হয়েছে। এদিকে ২০২২ সালে আইসিটি খাতে ব্যবসা বন্ধ হয়েছে ৫ হাজার ২৭২ টি। ব্যবসা বান্ধব পরিবেশ, মেধা আকর্ষন ও স্থিতিশীল গন্তব্য হিসেবে সুনামের কারণে উচ্চ জীবনযাপন ব্যয় স্বত্বেও নতুন ব্যবসা চালুর জন্য সিঙ্গাপুর আকর্ষণীয় গন্তব্য বলে মনে করেন সিআইএমবির অর্থনীতিবিদ সং সেং ওন। ২০২৩ সালে ডিজিটাল খাতে অধিক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন তিনি। স্ট্রেইট টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ