নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশে প্রথমবারের মতো আয়োজিত কর্পোরেট নারী কাবাডি লিগের ফাইনাল আজ। পল্টনস্থ ঢাকা জাতীয় কাবাডি স্টেডিয়ামে বেলা ৩টায় চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়বে ঢাকা টুয়েলভ ও টেকনো মিডিয়া। এর আগে প্রথম কোয়ালিফায়ারে ঢাকা টুয়েলভ ২৬-২৩ পয়েন্টে নরসিংদী লিজেন্ডসকে হারিয়ে ফাইনালে ওঠে। প্রথম কোয়ালিফায়ারে হেরে এলিমিনেটরে যাওয়া সেই নরসিংদী লিজেন্ডসকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ২৪-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টেকনো মিডিয়া। আজকের ফাইনালে জয় পেতে আশাবাদী দু’দলের অধিনায়কই। টেকনো মিডিয়ার অধিনায়ক স্মৃতি আক্তার বলেন, ‘দেশে প্রথমবার আয়োজিত হয়েছে কর্পোরেট নারী কাবাডি লিগ। তাই ইতিহাসের অংশ হতে আমরা শিরোপা জিততে চাই। আমাদের দলের অন্যতম শক্তি জাতীয় দলের কচি রানী সরকার, সোমা আক্তার, রুপালী আক্তার। কোচ বাদশা মিয়ার নির্দেশনা মোতাবেক খেলতে পারলে শিরোপা আমরাই জিতবো ইনশাল্লাহ।’
অন্যদিকে ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তারী বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য কর্পোরেট নারী কাবাডি লিগে চ্যাম্পিয়ন হওয়া। সেই রসদ আমাদের রয়েছে। জাতীয় দলের খেলোয়াড় স্বরস্বতী ও আমি আছি দলে। আমরা ভাল খেলেই ফাইনালে এসেছি। ডিসিপ্লিনের মধ্য দিয়ে খেলেছি, তাই জিতেছি। সবাই কষ্ট করেছি। কোচ বজলুর রশিদের নির্দেশনা অনুযায়ী শেষ ম্যাচেও দুর্দান্ত খেলে শিরোপা ািজততে চাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।